Saraswati Puja: সরকারি স্কুলে পুজো হবে না কেন ? প্রশ্ন তুলে বিক্ষোভ অভিভাবকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজোর পর পুজো! রবি ও সোমবার ছিল এবছরের সরস্বতী পুজো। কিন্তু দু'দিনের একদিনেও পুজো হয়নি কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুলে। যা নিয়ে মঙ্গলবার প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। চাপে পড়ে অবশেষে বুধবার এই স্কুলে সরস্বতী পুজো হল। অন্যদিকে, সেখান থেকে দেড় কিমি দূরে পিকনিধারার নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে পুজো না হওয়ায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা
দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা।
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সিবিআই তদন্ত করে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের পিছনে একজনের হাত খুঁজে পেয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরজি কর খুন ধর্ষণে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু এই তদন্তে কোনও ভাবেই খুশি হতে পারেননি তাঁর মা - বাবা।



















