Sikkim Flood: এখনও বিপর্যস্ত সিকিম, যখন তখন নামছে ধস, হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: থামছেই না বৃষ্টি। এখনও বিপর্যস্ত সিকিম। যখন তখন ধস নামছে। কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ। গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছে। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার ওড়েনি। হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। উত্তর সিকিম ও চুংথাঙের মধ্যে বহু গাড়ি আটকে পড়েছে।
ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চের ৬ জুনের নির্দেশের প্রেক্ষিতে জমা পড়ল রিপোর্ট। ৬ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য পুলিশের DG-কে ই মেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। অভিযোগ খতিয়ে দেখে FIR করার নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে ৬ থেকে ১২ জুন পর্যন্ত ৫৬০টি অভিযোগ জমা পড়ার উল্লেখ রয়েছে। এর মধ্যে ১০৭টি FIR দায়ের হয়েছে, জানিয়েছে রাজ্য সরকার। রিপোর্টে উল্লেখ, ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। ১১৪টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং ১৮টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। আদালতে দেওয়া রিপোর্টে উল্লেখ, ১৩৮টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কাজ শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।