Siliguri: শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার, শিলিগুড়ির মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ, চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
ABP Ananda Live: শিলিগুড়িতে (Siliguri) পানীয় জলের জন্য হাহাকার (Drinking water crisis)। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন। সিপিএমের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম। শিলিগুড়ির মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ, উঠল চোর চোর স্লোগান। জল-দূষণ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বাম-বিজেপি। অকারণ রাজনীতি হচ্ছে, পাল্টা দাবি করেছেন শিলিগুড়ির মেয়র।ট
পানীয় জলে দূষণ নিয়ে বৃহস্পতিবার সিপিএমের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র। গৌতম দেবের গাড়ি আটকে চলল বিক্ষোভ। উঠল চোর স্লোগান। শিলিগুড়ি পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। পরিশ্রুত পানীয় জলের দাবিতে শিলিগুড়ি শহরে মিছিল করে SUC. এর সূত্রপাত শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বুধবার সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। পুরসভার জল না খেতে অনুরোধ করেন মেয়র। পুরসভার তরফে তিস্তার জল ব্যবহার না করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়। এরপর বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি শহরের ছবিটা ছিল এই রকম। পানীয় জলের দোকানে লম্বা লাইন পড়ে।