JOB seekers Protest: চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নামলেন ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকারা
ABP Ananda Live: ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিলই। এবার চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নামলেন ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধমারকাণ্ড ময়দান ও ধর্মতলা চত্বর। আন্দোলনকারীদের ধাক্কা মেরে, টেনে প্রিজন ভ্যান এবং বাসে তুলল পুলিশ। যদিও আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শিক্ষক-শিক্ষিকারা।
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ, গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে সে, দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে পুলিশ


















