Smart Miter: বিদ্যুতের বেলাগাম বিলের অভিযোগ, পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার, আপাতত স্থগিত!
ABP Ananda Live: বিদ্যুতের স্মার্ট মিটারে বেলাগাম বিলের অভিযোগ। বারাসাতে পথ অবরোধ করে বিক্ষোভ। পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার, আপাতত স্থগিত, বিতর্কে জানাল সরকার।
ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে এনে অত্যাচারের অভিযোগে এখনও অধরা ডোমজুড়ের বাসিন্দা অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা খান। ক্রমেই সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয় শ্বেতা। তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডেও তার এই নামই নথিভুক্ত রয়েছে। অন্যদিকে আজ সকালে তাঁদের ফ্ল্যাটে যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ফের প্রকাশ্যে এল ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ। নিউটন কাণ্ডের পরে এই ঘটনাতেও নাম জড়াল টিএমসিপি নেতা দেবাশিস দাসের। ১০ হাজার টাকা দিয়েও ভোটার কার্ড না মেলার অভিযোগ বাংলাদেশের নাগরিকের। নিজেকে দেবাশিস দাসের অনুগামী বলে দাবি করেছেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। অর্জুন দাস নামে এক ব্যক্তির দাবি, ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। তাঁর স্ত্রী কাকদ্বীপেরই বাসিন্দা।

















