Sonarpur News: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ ৷
ABP Ananda LIVE : সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ ৷ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ৷ পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলকারীদের সাথে বচসা বাধে ৷ পরিস্থিতি সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ ঘটনাস্থলে রয়েছে সোনারপুর থানার পুলিশ ৷
চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল দশা ৷ প্রায় ১৬ কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য ৷ বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ কয়েকদিনের সামান্য বৄষ্টিতেই সমস্যায় পথচারী ও গাড়িচালকরা ৷ সামনেই বর্ষাকাল এরফলে আরও বেশী দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা ৷ তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন ৷

















