Soumitra Khan: ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব | ABP Ananda LIVE
ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে নেতৃত্বের তলব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব। রাজ্য নেতৃত্ব নিয়ে বেসুরো সৌমিত্র, কথা বলল নেতৃত্ব। অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কথা। রাজ্যে সাংগঠনিক দায়িত্ব বাড়ার দাবি বিজেপি সাংসদের।
ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে', সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি। বিজেপি কর্মীকে গ্রেফতারির সময় দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না, দাবি নিহতের পরিবারের আইনজীবী। এসএসকেএমে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফি করারও দাবি নিহতের পরিবারের। পুলিশ হেফাজত নয়, সঞ্জয় বেরাকে জেল হেফাজতে রাখা হয়েছিল, দাবি রাজ্যের। কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পড়ে যান, দাবি রাজ্য সরকারের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে, দাবি রাজ্যের।