Sourav Ganguly: পুজোয় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পাড়ার বড়িশা প্রেয়ার্স কর্নারে পুজো দিলেন মহারাজ
ABP Ananda Live: পুজোয় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পাড়ার বড়িশা প্রেয়ার্স কর্নারে পুজো দিলেন মহারাজ। আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া।
আরও পড়ুন...
নবমীতে বাড়তে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে দশমী-একাদশীতে ভারী বৃষ্টির সতর্কতা
রোদ ঝলমলে অষ্টমী, নবমীতে কাঁটা ঘূর্ণাবর্ত? আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীতে বাড়তে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে দশমী-একাদশীতে ভারী বৃষ্টির সতর্কতা।


















