Baruipur : দুষ্কৃতী দৌরাত্ম্য বারুইপুরে, বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা !
রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা। বিস্ফোরণে চুরমার দোতলার জানালার কাচ। দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তাঁর স্ত্রী। বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকুঞ্জবিহারী দাস। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের অভিযোগ, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁর ধপধপি রোড লাগোয়া বাড়ির জানালা লক্ষ্য করে বোমা ছোড়ে। পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ধোঁয়ায় ভয়ে যায় ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রোমোটিং সংক্রান্ত বিবাদ? লুঠের চেষ্টা? নাকি পুরনো কোনও আক্রোশ? প্রাক্তন সরকারি আধিকারিকের বাড়িতে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। দম্পতির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।