South 24 parganas: সুখের দিনের সাধপূরণ, দেড়শোর টিকিটে কোটিপতি দুই অটোচালক। Bangla News
কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেননি কোনওদিন। সাধ ছিল কেবল 'সুখের দিন' দেখার। সেই কথাই যেন শুনলেন ভগবান। ভাগ্যের চাকা ফিরিয়ে দিল একটা লটারির টিকিট।
দাম মাত্র দেড়শো টাকা। অনটনের জেরে একটি টিকিট দুই অটোচালক বন্ধু মিলে একসঙ্গেই কিনেছিলেন। আর জোরা ভাগ্যেই যেন জয়লাভ। দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে কিছু সময়ের মধ্যেই হাতে পেলেন এক এক কোটি টাকা।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙ্গা বাজারের কাছে স্থানীয় এক লটারির দোকান থেকে দেড়শো টাকার টিকিট কাটেন পেশায় অটোচালক ভরত সিং ও বিশ্বজিৎ সুই। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন পান যে টিকিট জিতেছেন তাঁরাই। যদিও আনন্দে আত্মহারার বদলে অবশ্য টাকার নিরাপত্তার জন্য প্রথমেই ছুটেছেন থানায়। পেয়েছেন আশ্বাসও।
কোটি টাকা জিতে মানবিকতা হারাননি বিজেতারা। নিজেদের স্বচ্ছল জীবন চাওয়ার পাশাপাশি জানালেন, জয়ের টাকার একটি অংশ তাঁরা সমাজসেবামূলক কাজে ব্যয় করতে চান।