Jaynagar: ক্ষোভে ফুঁসছে জয়নগর। বিধায়কে তাড়া, সাংসদকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে মীনাক্ষী, অগ্নিমিত্রা
ABP Ananda Live: বালিকার 'ধর্ষণ-খুনে' এবার উত্তপ্ত জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল। হাসপাতালে পৌঁছে দেহ সংরক্ষণের দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। পরিবারের সঙ্গে কথা না বলে কিছু চূড়ান্ত করা যাবে না, হাসপাতালে গিয়ে জানালেন সাংসদ প্রতিমা মণ্ডল। হাসপাতালে তুমুল উত্তেজনা, প্রতিমাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। হাসপাতালে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ। হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করতে গেলে, বাধা পুলিশের। তুমুল ধস্তাধস্তির পর হাসপাতালে ঢুকলেন মীনাক্ষী, কনীনিকারা। সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।, বিচার চেয়ে স্লোগান বিজেপির।
ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা । কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা' । প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা । 'ধর্মতলায় ধর্নামঞ্চ তুলতে বারবার পুলিশের বাধা' -- কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন । পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের । অনশনে কারও কিছু হলে দায় সরকারের: জুনিয়র ডাক্তার । কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা