South 24 Parganas : জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা। এই পঞ্চায়েতেরই চার জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ৩ ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় আজ বোর্ড গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন চার বিরোধী প্রার্থী। মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। তৃণমূল ৪, বিজেপি ৬, সিপিএম ৩ এবং নির্দল ২টি আসনে জেতে। বোর্ড গঠনের আগে ১১ জন বিরোধী প্রার্থী বিজেপির জয়ী প্রার্থী অনুপ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই আজ পঞ্চায়েত অফিসে যাবেন তাঁরা।
নোট গুনছেন নেতা! পঞ্চায়েতের পদের জন্য লক্ষ লক্ষ টাকার ডিল ? গ্রাম পঞ্চায়েত প্রধান হতে ১০ লক্ষ টাকা? ভাইরাল ভিডিওয় তোলপাড়। গয়েশবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট! তৃণমূল নেতার হাতে বান্ডিল বান্ডিল নোট, ভাইরাল ছবিতে তোলপাড়। ৪ জনের থেকে ১০ লক্ষ, একজনের থেকে ৩৪ লক্ষ নেওয়ার অভিযোগ! 'গ্রাম পঞ্চায়েত প্রধান করার জন্য ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অঞ্চল সভাপতি', টাকা নিয়েও পদ না পাওয়ার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। অভিযুক্ত কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চলের সভাপতি মিরাজুল বসনি। রাগের বশে মিথ্যা অভিযোগ, সুদে ধার নিয়েছিলাম, পরে এসে ক্ষমা চাইবে, পাল্টা দাবি শাসক নেতার। ভিডিও-র সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।