Mainland China: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাক্তন ও বর্তমান সেনা কর্মীদের জন্য ৫০ শতাংশ ছাড় স্পেশালিটি রেস্টুরেন্ট লিমিটেডের
ABP Ananda LIVE: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাক্তন ও বর্তমান সেনা কর্মী ও আধিকারিকদের জন্য ৫০ শতাংশ ছাড় দিতে চলেছে স্পেশালিটি রেস্টুরেন্ট লিমিটেড। ১৫ থেকে ২১ অগাস্ট পর্যন্ত তাদের সমস্ত রেস্তোরাঁয় থাকছে এই বিশেষ অফার। এর পাশাপাশি আজীবন ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন তাঁরা।
'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ
'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার।


















