SSC News: 'কোনও রাজনৈতিক শক্তির কাছে আমরা মাথা নত করব না', বললেন আন্দোলনকারী চাকরিহারা সুমন বিশ্বাস
ABP Ananda Live: আন্দোলনকারী চাকরিহারা সুমন বিশ্বাস এদিন বৈঠকের পর বলেছেন, 'কোনও টালবাহান, অজুহাত মানা হবে না। কোনও শক্তির কাছে, রাজনৈতিক শক্তির কাছে আমরা মাথা নত করব না। পরীক্ষা নিয়ে একটাও কথা হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী যোগ্যদের তালিকা প্রকাশ করে আমাদের কলঙ্কের দাগ থেকে মুক্ত করুন। ২২ লক্ষ ওএমআর প্রকাশ করা হোক। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। ওএমআর- এর ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। ১০ বছর পরীক্ষা মানছি না, মানব না। পরীক্ষা নিয়ে একটা কথাও বলব না। যোগ্যদের তালিকা আজকেই প্রকাশ করতে হবে।'
সুমনবাবু এদিন এও বলেছেন, 'আজই তালিকা দিতে হবে। না দিলে মাননীয়া মুখ্যমন্ত্রী যেন বলে যান কেন দিলেন না। আজকেই যোগ্য-অযোগ্যদের তালিকা দিতে হবে। তালিকা না দিলে, একচুলও নড়ব না। রাস্তা ছাড়ছি না, ছাড়ব না। কারও কাছে মাথা নত করব না। আমরা তো বলেছিলাম মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী গুলি চালান। চালালেন না কেন? আমরা এমনিতেই মরে গেছি। একটা গুলি চালিয়ে দেবেন। ২১ জুলাইয়ের মঞ্চে শহিদ তর্পণ করতে আরও সুবিধা হবে। পরীক্ষা নিয়ে কোনও কথা হবে না। যোগ্য শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষকদের তালিকা আজই প্রকাশ করতে হবে। আজকে যদি আমরা মারা যাই, অন্তত লোকে তো জানবে যে, এরা যোগ্য ছিল।'


















