SSC Case : কসবাকাণ্ডের প্রতিবাদে লালবাজারে বিক্ষোভ বিজেপির। প্রিজনভ্যানে তোলা হল অগ্নিমিত্রাকে
ABP Ananda LIVE : কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা, লালবাজারে প্রতিবাদে বিজেপি। লালবাজারে প্রতিবাদ-বিক্ষোভে বিজেপির কর্মীরা। গার্ডরেলে চাকরিহারাদের ধাক্কা, ধাক্কায় আহত ৩ পুলিশ কর্মী।
Bratya Basu : 'সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়', অভিজিৎ না-আসায় কবিতা-খোঁচা ব্রাত্যর
মঙ্গলবারই ঠিক হয়েছিল নির্ঘণ্ট। এদিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ঠিক হয় যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে বুধে শিক্ষামন্ত্রীর কাছে যাবেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই নির্ঘণ্ট নির্ধারণ হয়। তবে শেষমেষ হল না সাক্ষাৎ। বুধবার বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা থাকলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলেন না। কারণ এদিন বেলা যত গড়িয়েছে বদলেছে পরিস্থিতি। ডিআই অফিসে চাকরিহারাদের ওপর দেদার লাঠি চালিয়েছে পুলিশ। আর তারপরই অভিজিৎ জানিয়ে দেন, এই পরিস্থিতিতে তিনি আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন না।


















