SSC News: SSC-র ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়াল আদালতে । SSC-র ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে । নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি মামলাকারীদের । ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশের মামলা দায়ের । মামলা দায়েরের অনুমতি বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের । আগামী ৫ জুন মামলার শুনানি ।SSC-র ২০২৫-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল । শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ নতুন বিধিতে । নতুন নিয়োগ ব্যবস্থায় অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব কমানো হয়েছে।
আরও খবর..
যতটা সামনে এসেছে তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সরকারি নথিই বলছে সেকথা। 'অপারেশন সিঁদুরে' পাকিস্তানের যতগুলি টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বাস্তবে তার থেকেও বেশি টার্গেট করা হয়েছে। পাকিস্তানই বলছে একথা। পাকিস্তানের অপারেশন বুনইয়ান উন মরসুস-এর তথ্য অনুযায়ী, ভারতের নিরাপত্তাবাহিনী যতগুলি টার্গেটে আঘাত হানার কথা বলেছে, বাস্তবে তার থেকে আরও সাতটি বেশিকে নিশানা করা হয়েছে। সরকারি সেই দলিলের ম্যাপ অনুযায়ী, পেশওয়ার, ঝাং, সিন্ধের হায়দ্রাবাদ, পাঞ্জাবের গুজরাত, ভাওয়ালনগর, আটোক ও চোরেও টার্গেট করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। গত মাসে অপারেশন সিঁদুরের পর ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে অপারেশন সংক্রান্ত তথ্য জানানো হয়। পাকিস্তানের বক্তব্য, সেই সাংবাদিক বৈঠকে ভারতের বায়ুসেনা ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তার মধ্যে উপরের এই সাতটি লোকশনের উল্লেখ ছিল না বলে সরকারি নথিতে উল্লেখ পাকিস্তানের।



















