SSC News: যারা যোগ্য অর্ডিন্যান্স জারি করে বিল এনে... চাকরিটা যেন সুরক্ষিত রাখে : চিন্ময় মণ্ডল
ABP Ananda LIVE :দাগিদের তালিকা প্রকাশ হয়েছে। এবার যোগ্য়রা যাতে চাকরি ফিরে পায়, সেজন্য় বিধানসভায় প্রস্তাব আনুক রাজ্য় সরকার। বিনা-বিরোধিতায় সেই প্রস্তাব সমর্থন করবে বিজেপি। তারপর সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক সরকার। আজ বিধানসভার বাইরে চাকরিহারাদের একাংশের সঙ্গে কথা বলার পর বিকল্প প্রস্তাব দিলেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই 'দাগি'দের জন্য় যে যোগ্য় শিক্ষকদের চাকরি গেছে, তারা এবার দাবি তুললেন, বিধানসভায় বিল বা অর্ডিন্যান্স জারি করে তাঁদের চাকরি বাঁচাক রাজ্য় সরকার। সোমবার বিধানসভায় গিয়ে শুভেনদু অধিকারীর সঙ্গে দেখা করেন যোগ্য চাকরিহারাদের কয়েকজন। ISF-এর বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গেও কথা বলেন তাঁরা। এই আবহে যোগ্যদের পাশে দাঁড়াতে রাজ্য় সরকারকে দুটি প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ১,৮০৬ বাদ দিয়ে যদি বিধানসভায় ওঁরা (রাজ্য সরকার) ফেলেন, আমি বিরোধী দলনেতা হিসেবে কথা দিচ্ছি, আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে।" পাল্টা কটাক্ষের সুরে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, উনি যে কখন কোন দলের কথা ভাবেন, কখন রঙের ঊর্ধ্বে গিয়ে কথা বলেন, তা বোঝা যায় না। সোমবার দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।



















