SSC News: পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে কিন্তু আদালত কোথাও বলেনি যে মিছিল করতে পারবে না:বিকাশ রঞ্জন
ABP Ananda live: 'পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে কিন্তু আদালত তার আদেশে কোথাও বলেনি যে মিছিল করতে পারবে না। মিছিল করাটা মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু অধিকাংশ মানুষ শান্তির রক্ষার্থে পুলিশকে তাঁরা জানা এবং পুলিশ সেই সুযোগ নেন। কোনও বাধা নেই শান্তিপূর্ণ মিছিল করবেন এবং পুলিশ যদি বাধা দেয় পুলিশের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন', বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
কলকাতায় জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস। আর্থিক প্রতারণা চক্রে বন্দর এলাকা থেকে গ্রেফতার ৪। ধৃতরা এন্টালি ও লেকটাউনের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। জামতাড়ায় বসেই চলেছে আর্থিক প্রতারণার চক্র, খবর পুলিশ সূত্রে। লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪। বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট তৈরির অভিযোগ। কাস্টমার কেয়ারের নম্বর তৈরি করে চলত প্রতারণা, খবর পুলিশ সূত্রে। কাস্টমার কেয়ারের নম্বরে কেউ অভিযোগ জানালে তারপর পাঠানো হত লিঙ্ক, খবর সূত্রের। লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হত টাকা, খবর পুলিশ সূত্রে। বন্দর এলাকায় ধৃত ২ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ও গার্ডেনরিচ থানা। এর আগেও একাধিক সাইবার প্রতারণায় বারংবার উঠে এসেছে জামতাড়া গ্যাংয়ের নাম। এই জামতাড়া গ্যাং যে সক্রিয় ছিল তার হদিশও ছিল পুলিশের কাছে। এবার জানা গিয়েছে, কলকাতা এবং জামতাড়ায় বসে প্রতারণা চক্র চালাচ্ছিল প্রতারকরা। যে ৪ জন গ্রেফতার হয়েছে তারা ছাড়া আর কারা এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত তা জানা যাবে তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে। এর আগেও কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে যে জামতাড়া থেকে ফোন আসত কলকাতায়। অর্থাৎ ২ জায়গাতেই সক্রিয় ছিল জামতাড়া গ্যাং।


















