SSC News : সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, চিন্ময় মণ্ডলকে তলব পুলিশের
ABP Ananda LIVE : সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কাল আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে তলব পুলিশের।কাল বিকেল ৪ চিন্ময় মণ্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব।সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মীদের বাধা, সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ।হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের।১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরত চেয়ে অবস্থানে অনড় আন্দোলনকারীদের।
বাংলাদেশের নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায়! বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ, সরব বিজেপি।
বাংলাদেশের ভোটারের ভারতের ভোটার তালিকায় নাম! বাগদার ২ ভোটারের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতেও, বিস্ফোরক অভিযোগ বিজেপির। বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়ায় ভোটার তালিকায় নাম সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের। 'বাংলাদেশের যশোরে বেনাপোলেও ভোটার তালিকায় নাম রয়েছে দুজনের, এখন থাকেন বাংলাদেশে', বিস্ফোরক অভিযোগ বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাসের। বিডিওর কাছে অভিযোগ দায়ের। শ্বশুর-শাশুড়ি ২ জনেই বাংলাদেশের বাসিন্দা, স্বীকার খোদ সোহরাবের বৌমার। জানালেন, বাংলাদেশ থেকে এসে অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। এখন সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদার বাংলাদেশে থাকেন, স্বীকার করলেন তাঁদের বৌমা। বিডিওর কাছে ভোটার তালিকা থেকে নাম সরানোর আবেদন বিজেপির। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করা হয়েছে। অভিযোগ থাকলে বিডিও খতিয়ে দেখবেন, প্রতিক্রিয়া বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির।


















