SSC News: 'দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন?', প্রশ্ন সুপ্রিম কোর্টের
ABP Ananda LIVE: নতুন নিয়োগে 'দাগি'দের সুযোগ দেওয়ার ছাড়পত্র চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন কেন? বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশে সরাসরি এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিরোধীরা বলছে, চিহ্নিত দাগিদের প্রতি তৃণমূল সরকারের এই দরদ নতুন নয়। শুরু থেকেই বারবার তারা এই দাগিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর শুরুটা হয়েছিল বিতর্কিত অতিরিক্ত শূন্য়পদের সিদ্ধান্ত থেকে। তৃণমূল দাগিদের বাঁচাতে চাইছে কিনা, এই প্রশ্ন ফের ওঠে OMR নষ্টের সিদ্ধান্তে। কারণ, আগে যেখানে তিন বছর খাতা সংরক্ষণের নিয়ম ছিল, সেখানে ২০১৬ সালে OMR সংরক্ষণের সময় কমিয়ে করা হয় এক বছর। এরপর নতুন করে পরীক্ষার জন্য় যে বিজ্ঞপ্তি SSC জারি করে, তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি, যে, দাগিরা পরীক্ষায় বসতে পারবে না! কলকাতা হাইকোর্টে মামলা হলে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্টে গেলে, সেখানেও সকুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় কার্যত দাগিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কারও দোষপ্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যদিও, সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দেয়, যাঁদের OMR শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এবার অবশেষে সাতদিনের মধ্য়ে দাগিদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।



















