Mamata Banerjee : 'তিনি কেন এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না ?', SSC র ঘটনায় কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?
ABP Ananda LIVE: সিপিএম-বিজেপিই এটা করাল। লক্ষ্য়, রাজ্য়ের শিক্ষা ব্য়বস্থায় বিপর্যয় তৈরি করা। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর এভাবেই বিরোধীদের নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। দুহাজার ষোলো সালে মন্ত্রী থাকার কথা বলে, দুর্নীতি ইস্য়ুতে নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। পাশাপাশি, এই মামলা লড়ায়, বিকাশ ভট্টাচার্যকে, বিশ্বের সবচেয়ে বড় আইনজীবী বলে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ওনাকে নোবেল পুরস্কারের সুপারিশ করব! পাল্টা জবাব দিয়েছে, সিপিএমের আইনজীবী-সাংসদ। বিজেপিও দাবি করছে, এর দায় রাজ্য় সরকারকেই নিতে হবে।
SSC News: ২৬ হাজার চাকরি বাতিল
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।'' যদিও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।


















