SSC News: সাত দিনের মধ্য়ে SSC-র দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টে
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ আজ স্পষ্ট নির্দেশ দিল, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা SSC’র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, তালিকায় কারচুপি করা হলে তদন্তভার CBI’কে দেওয়ার হুঁশিয়ারিও দিল সর্বোচ্চ আদালত। ‘দাগি’রা নতুন পরীক্ষায় বসলে, তার ফল ভুগতে হবে SSC’কে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর, চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেছেন, "এই দাবিটা তো আমরা আগের থেকেই বলে আসছি যে 'টেন্টেড' এবং 'আনটেন্টেড'দের লিস্ট আপনারা প্রকাশ করুন। এই নিয়ে বিশাল মারামারি, ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তাঁরা করেননি।" অধীর চৌধুরী বলেছেন, "সরকারের কাছে সব তথ্য় আছে। বাংলার মুখ্য়মন্ত্রী চোরদের বাঁচানোর জন্য় তথ্য় প্রকাশ করছে না।" আজ বিচারপতি সঞ্জয় কুমার SSC-র আইনজীবীর কাছে জানতে চান, আগের নির্দেশ অনুসারে ‘দাগি’দের তালিকা জনসমক্ষে রেখেছেন? হ্যাঁ, কি না? উত্তরে SSC’র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে হ্যাঁ বলেন। বিচারপতি জানতে চান, ওয়েবসাইট নাকি সংবাদপত্র, কোথায়
প্রকাশ করেছেন? SSC’র আইনজীবী তখন স্বীকার করেন, ‘দাগিদের’ তালিকা প্রকাশ করা হয়নি। এরপরই ৭ দিনের মধ্যে তালিকা প্রকাশের কথা বলেন SSC’র আইনজীবী। তাতে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট।


















