Teacher Protest: বিকাশ ভবনের সামনে ধর্নার আজ ২২ তম দিন, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান চাকরিহারারা
ABP Ananda Live: বিকাশ ভবনের সামনে ধর্নার আজ ২২ তম দিন। চাকরি বাঁচানোর লড়াই চালাতে মাটি কামড়ে পড়ে আছেন চাকরিহারারা। সেন্ট্রাল পার্কের সামনে তাঁদের জন্য ছাউনি তৈরি করে দেওয়া হলেও, বাকি পরিকাঠামো নেই বলে দাবি আন্দোলনকারীদের। এখনও ধর্নাস্থল স্থানান্তরিত করেননি তাঁরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আন্দোলন কোন পথে এগোবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদ্য পুরীতে বেড়াতে গিয়ে স্পিডবোর্ডে উঠে দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আর এবার ফের এল অঘটনের খবর। স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, অবশেষে নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটক উদ্ধার করা হয়েছে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে। একে অমবস্যার কটাল, তারই সঙ্গে দোসর নিম্নচাপের প্রভাব রয়েছে। যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এই কথাকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনের তরফ থেকে দিঘা-মন্দারমণি-শঙ্করপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুিলিতে প্রচার চালানো হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই ওল্ড দিঘায় কয়েকজন পর্যটক, স্নান করতে নামে। আচমকাই একজন ব্যক্তি তলিয়ে যেতে থাকে। সেখানে কর্তব্যরত যেসকল নুলিয়ারা ছিল, তখনই সমুদ্রে নেমে তৎপরতার সঙ্গে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।


















