SSC Protest : চাকরিহারাদের নবান্ন অভিযান,হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে গন্তব্যে এগোচ্ছেন 'যোগ্য'রা
ABP Ananda LIVE : হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি ।পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে। চাকরিহারা শিক্ষকদের ৪টি দাবি হল, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট প্রকাশ করতে হবে। OMR শিট প্রকাশ করে আইনি উপায়ে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করা। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবিতেই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।হাওড়ার রাস্তায় মিছিল রুখতে কড়া পুলিশি বন্দোবস্ত। আনা হল জলকামান। নবান্নর দিকে গেলেই দেখা হচ্ছে পরিচয়পত্র। কাজিপাড়া, হাওড়া ময়দানে পুলিশের কড়া পাহারা। মিছিলের আগে হাতে পায়ে প্রতীকী বেড়ি, কয়েদীর পোশাক পরে প্রতিবাদে চাকরিহারারা। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান। পুলিশের ব্যারিকেড। নজরদারিতে উড়ছে ড্রোন। বন্ধ মহাত্মা গাঁধী রোড।


















