Mamata On SSC News: চাকরিহারাদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: সোমবার নির্ধারিত সময়ে তালিকা প্রকাশ না হওয়ার পরই লাগাতার আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। এই প্রেক্ষাপটে, চাকরিহারাদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন মুখ্যমন্ত্রী। বললেন, টাকা কিন্তু ওই যারা আপনাদের উস্কাচ্ছে, তারা দেবে না, মাইনে কিন্তু সরকার দেবে। পাল্টা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, কারও উস্কানিতে আসিনি। উনি বলছেন সরকার টাকা দিচ্ছে, সেই সরকারের জন্য়ই তো আমরা রাস্তায়। এদিন নাম না করে বিরোধীদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় কয়েকটা লোক আছে চাকরি খাওয়ার জন্য। ওরা কোর্টে গিয়ে শুধু PIL খায়। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা।
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিজেপির প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার বাধল হাজরায়। আটক করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। মুর্শিদাবাদ ও মালদার দুর্গতদের জন্য দোকানে দোকানে ঘুরে ত্রাণ সংগ্রহের কর্মসূচি নেয় বিজেপি। অনুমতি না থাকায় তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে শুরু হয় বচসা। সুকান্ত মজুমদারকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপির অন্যান্য নেতা-কর্মীদেরও। অন্যদিকে চাকরি বাতিল ইস্যুতেও চড়ছে রাজনীতির পারদ। এমাসে কি বেতন মিলবে? বেতন পেলেও তা কবে পাবেন? দক্ষিণ দিনাজপুরের প্রায় ৩৩৪টি সরকারি স্কুলে চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা আশঙ্কায় ভুগছেন। তার মধ্যে রয়েছেন বিজেপি
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারও। তিনি দক্ষিণ দিনাজপুরের সানাপাড়া SSC হাইস্কুলের বটানির শিক্ষক। শিক্ষা দফতর বা DI অফিসের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি চাকরিহারা শিক্ষকদের নিয়ে। এই পরিস্থিতে মাসের ২২ তারিখেও স্যালারি রিকুইজিশন জমা দেওয়া হয়নি। যা সাধারণত ১০ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে অন্যান্যদের বেতনও আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।



















