SSC Scam : দুর্নীতির দায় নিতে নারাজ এসএসসি। কোর্টকে সন্তুষ্ট করতে না পারার আজব সাফাই !
ABP Ananda LIVE : যোগ্য়-অযোগ্য়দের তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হয়নি। আজ এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী এবং SSC-র চেয়ারম্য়ান। এখানেই প্রশ্ন উঠছে, যে তথ্য় আদালতকে সনতুষ্ট করতে পারে না, তার গুরুত্ব কী? তাহলে নিয়ামক সংস্থা হিসেবে SSC যোগ্য়-অযোগ্য় আলাদা করল কোথায়?
SSC Case: বাগ-রিপোর্টে 'দুর্নীতি', চাকরি বাতিলে দায় কাদের ? 'যোগ্য়-অযোগ্য় আলাদা করতে পারতেন মুখ্য়মন্ত্রীই'
SSC ২০১৬-র প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়, অনেকেই মনে করিয়ে দিচ্ছে, বাগ কমিটির রিপোর্টের কথা। প্রায় তিন বছর আগে ২০২২-এর ১১ এপ্রিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। যাদের রিপোর্টে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল, শিক্ষা নিয়ে কীভাবে দুর্নীতি হয়েছে এ রাজ্য়ে। বিজেপি রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, স্বচ্ছ-অস্বচ্ছ, যোগ্য়-অযোগ্য়, চাল আর কাঁকড় এটাকে আলাদা করতে পারত মুখ্য়মন্ত্রীই, তৃণমূল কংগ্রেস, পর্ষদ, তাঁর সরকার। কিন্তু তাঁরা সেটা করেননি কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বাঁচানোর জন্য়। পুরো নিয়োগ প্রক্রিয়াই দূষিত হয়ে গেছে এবং এমনভাবে দূষিত ও কলুষিত হয়ে গেছে যে, সংশোধনের রাস্তা নেই। ২০১৬-র SSC-র পুরো প্য়ানেল বাতিল করতে গিয়ে, এমনই মন্তব্য় করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।



















