SSC: দাগি তালিকায় তোলপাড়ের মধ্যেই SSC-র অ্যাসিড টেস্ট। নির্বিঘ্নেই শেষ হল নবম দশমের নিয়োগ পরীক্ষা
ABP Ananda Live: নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আজ নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ২৩ হাজার ২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন, যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার চাকরিপ্রার্থী। যদিও, পরীক্ষার আগে শেষবেলাতেও 'দাগি'দের প্রসঙ্গে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশসূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী।





















