State Government: রাজ্য় সরকারের সাফল্যে নতুন পালক, কমার্শিয়াল ট্যাক্সে দেশের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ
ABP Ananda Live: রাজ্য় সরকারের সাফল্যে নতুন পালক। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে কমার্শিয়াল ট্যাক্স আদায় বেড়েছে ৯.৪৪ শতাংশ হারে। পশ্চিমবঙ্গে কমার্শিয়াল ট্যাক্স আদায় বৃদ্ধির হার ১১.৪৩ শতাংশ। রাজ্যে কমার্শিয়াল ট্যাক্স আদায় দেশের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি, খবর নবান্ন সূত্রে।
সকাল থেকে বিকেল অবধি মিছিল, ইসলামপুরে রামনবমীর মেগা ব়্যালি
উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল। রামনবমী উদ্যাপন সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে ৬ কিলোমিটার র্যালি। কড়া পুলিশি নিরাপত্তা, গতকাল পুলিশ রুটমার্চ করেছে। বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলে।
রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল
রামনবমী উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল। মিছিলে রয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের এই মিছিল।



















