Raj Bhawan: আরও জোরালো রাজ্য় সরকার-রাজভবনের সংঘাত, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল
এবার আরও জোরালো হল রাজ্য় সরকার ও রাজভবনের সংঘাত। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। ব্যবস্থা নিতে আর্জি জানালেন সিভি আনন্দ বোস। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এই অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল! সূত্রের খবর, আইনশৃঙ্খলা রক্ষা করতে যথাযথ ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন সিভি আনন্দ বোস। ভোট মেটার পরও রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। এর মধ্যেই গত সপ্তাহে, শুভেনদু অধিকারী, ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্য়পালের সঙ্গে দেখা করতে গেলে ধুনধুমার পরিস্থিতি বাধে রাজভবনের দোরগোড়ায়। সংঘাতের আবহেই এবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল।

















