(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: আরজি করকাণ্ডের প্রতিবাদ, কাল ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক SUCI-এর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: RG করে হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারীদের ভাঙা ধর্নামঞ্চে রাজ্যপাল। 'বিচার চাই' স্লোগান উঠছে। কাল ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক SUCI-এর।
আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।
আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।
স্বাধীনতা দিবসের সকালে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বেলেঘাটায় ভাষা দিবসের শহিদ বেদি। গতকাল রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন হামলা চালিয়েছে বিজেপি ও সিপিএম, অভিযোগ তুলে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। গতরাতের আন্দোলনে ভয় পেয়ে তৃণমূল ইস্যু ঘোরানোর চেষ্টা করছে, পাল্টা দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের।