SUCI : SUCI (কম্যুনিষ্ট) এর তরফে এবার ব্রিগেডে চলো-র ডাক
SUCI (কম্যুনিষ্ট) এর তরফে এবার ব্রিগেডে চলো-র ডাক। ৫ অগাস্ট SUCI-র প্রতিষ্ঠাতা ও দলের প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। SUCI (কম্যুনিষ্ট) দলের তরফে জানানো হয়েছে, শুধু রাজ্য থেকে নয়, গোটা দেশের ২৫টি রাজ্য থেকে সমাবেশে যোগ দেবেন কর্মী, সমর্থকরা। ব্রিগেডে বিশাল মঞ্চ বেঁধে পালন করা হবে এই কর্মসূচি। ওড়িশা থেকে দুটি ট্রেন ভাড়া করে আনা হচ্ছে কর্মী, সমর্থকদের।উত্তরবঙ্গ থেকে কর্মী, সমর্থকদের আনার জন্যও একটি ট্রেন ভাড়া করা হবে। এর আগে ১৯৮৮ সালের ৪ এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করেছিল তৎকালীন SUCI নেতৃত্ব। এবার ৩৫ বছর পর ফের ব্রিগেডে জমায়েত। ভিনরাজ্যের কর্মী, সমর্থকদের রাখা হবে নেতাজি ইন্ডোর, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ এবং সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রধান বক্তা SUCI (কম্যুনিষ্ট)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।