Saradha Case: এবার কলকাতা পুলিশের ৩ মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়
ABP Ananda LIVE: সারদা তদন্তে প্রথমবার তিন মামলায় বেকসুর খালাস সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়। ২০১৩ সালে সারদাকাণ্ড সামনে আসার দুজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান আমানতকারীরা। ১২ বছর পর সেই মামলাতেই দুজনকে বেকসুর খালাস করল ব্য়াঙ্কশাল কোর্ট। তিন মামলাতে বেকসুর খালাস হলেও আপাতত জেল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। সারদা আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ED ও CBI, পাশাপাশি রাজ্য সরকারের তরফে ২৫০ চির মতো মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে। সেই মামলাতেই জেলবন্দি রয়েছেন তাঁরা।
৩ মাস পরেও বেরোল না রাজ্য জয়েন্টে রেজাল্ট, স্থগিত মেডিক্যালের কাউন্সেলিংও
ইঞ্জিনিয়ারিংয়ের পর এবার রাজ্য়ে শিকেয় মেডিক্য়ালে ভর্তিও। পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তারপর প্রায় ৪ মাস হতে চলল। কিন্তু, এখনও জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোল না! কবে ফলপ্রকাশ হবে, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছেন প্রায় ১ লক্ষ মেধাবী পড়ুয়া। ২০২২ সালে জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। রেজাল্ট বেরোয় ১৭ জুন। পরের বছরও ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। ফলপ্রকাশ হয় পরের মাসেই, ২৬ মে। ২০২৪ সালে ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। রেজাল্ট বেরোয় ৬ জুন। আর এবার ২৭ এপ্রিল পরীক্ষা নেওয়ার পর ৪ মাস পরও ফল কবে ফেরোবে তা বোঝা যাচ্ছে না! যা এককথায় নজিরবিহীন। এরইমধ্য়ে সোমবার কোনও কারণ না দেখিয়েই অনির্দিষ্টকালের জন্য রাজ্য়ের মেডিক্য়াল কলেজগুলোতে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা করেছে স্বাস্থ্য় দফতর। স্বাস্থ্য় দফতরের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় AIDSO। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন রাজ্যের মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এটা কি সংরক্ষণের নামে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ পাইয়ে দেওয়া এবং তোষণের আরও একটা ক্ষুদ্র রাজনৈতিক প্রচেষ্টা? স্বাস্থ্য় ভবন সূত্রে দাবি, কিছু আইনি সমস্য়ার কারণে মেডিক্য়ালে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

















