Sukanta Majumdar: উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল? 'রাজ্যভাগের চক্রান্ত', আক্রমণ তৃণমূলের।
PM Narendra Modi: উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য় আরও বেশি টাকা পাওয়া যাবে। পাল্টা এনিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কখনও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য়, কখনও কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন, বিজেপির বিভিন্ন নেতা। এবার উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাও আবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। 'এই ধরনের প্রস্তাব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামীদিনে যদি উত্তর-পূর্বের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর-পূর্বের সাথে যদি যায়, তাহলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার... এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। আমার মনে হয়, রাজ্য় সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য় সরকারের সহযোগিতা আমরা পাব', বললেন সুকান্ত। ABP Ananda Live