Sukanta Majumdar: 'অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে', প্রশ্ন সুকান্তর
ABP Ananda LIVE: 'অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে। তিনি যা বলেছেন, সেই শব্দগুলো কি আমাদের বিরোধী দলনেতা ব্যবহার করেছেন। অনুব্রত মণ্ডল যে কুকথা ব্যবহার করেছেন, এরপর বাচ্চা ছেলেরা ওই কথা ব্যবহার করবে', পুলিশে পরিবারের মিছিল প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের।
'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ
'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার।


















