Summer Vacation : 'সম্পূর্ণ অযৌক্তিক, অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক' গরমের ছুটি বৃদ্ধি প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার
প্রবল গরমের জন্য রাজ্যে স্কুলের ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়াল স্কুল শিক্ষা দফতর। স্কুল ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ জুন। কিন্তু এখন স্কুলে গরমের ছুটির মেয়াদ আগামী ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 'এই তো বর্ষা এসে যাবে। দু একদিনের মধ্যে বর্ষায় এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারি গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। সপ্তাহে তিনদিন খোলা থাক।' মতামত শিক্ষাবিদ পবিত্র সরকারের।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গরমে ও তীব্র আর্দ্রতায় রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই গরমের ছুটি বাড়ানো হল। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত স্কুলে এই বর্ধিত ছুটি কার্যকর হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে ২ দিল্লি বোর্ড ICSE ও CBSE স্কুল কর্তৃপক্ষকেও বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।