Suvendu Adhikari: TMC-র 'শহিদ দিবসে'র পাল্টা BJP-র 'গণতন্ত্র হত্যা দিবস', 'মমতার কুশপুতুল পোড়াব..', ডাক শুভেন্দুর
Suvendu Adhikari on BJP Programme : লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর, ৪ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ঝুলি শূন্য। এই অবস্থায়, রাজভবনের সামনে ধর্না কর্মসূচি থেকে পথে নামার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি 'শহিদ দিবসে'র পাল্টা, ওই দিনই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় ডেপুটেশন দেওয়া হবে। ১৮ জুলাই নন্দীগ্রামে মিছিল ও ২২ জুলাই CESC অফিস ঘেরাও কর্মসূচির কথা ঘোষণাও করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা আর ববি ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়াব গোটা রাজ্যে, গণতন্ত্র হত্যা দিবস ২১শে জুলাই। আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি।'লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর, ৪ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ঝুলি শূন্য। এই অবস্থায়, রাজভবনের সামনে ধর্না কর্মসূচি থেকে পথে নামার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি 'শহিদ দিবসে'র পাল্টা, ওই দিনই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় ডেপুটেশন দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে, রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতারা। সেই মঞ্চ থেকেই, LOP-র পোর্টাল চালু-সহ একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ABP Ananda LIVE