Anubrata Mondal: 'পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও,কিছু হবে না,তাই গেছে',অনুব্রতর হাজিরা নিয়ে শুভেন্দু
ABP Ananda LIVE: বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, অনুব্রত মণ্ডলকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ । বোলপুর SDPO অফিসে জিজ্ঞাসাবাদ কেষ্টকে । নিজের মোবাইল ফোন জমাই দিলেন না অনুব্রত, পুলিশ সূত্রে খবর । অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ, খবর সূত্রের । IC-র ফোন বাজেয়াপ্ত হলেও কেন কেষ্টর ফোন নয়? উঠছে প্রশ্ন । SDPO অফিস থেকে বেরিয়ে সোজা গেলেন পার্টি অফিসে । মূল ফটকের বদলে পিছনের গেট দিয়ে বোলপুরে SDPO অফিসে ঢোকেন অনুব্রত । IC-কে কদর্য ভাষায় আক্রমণের ৭ দিন পর হাজিরা কেষ্টর । অনুব্রত মণ্ডলকে ২ বার তলব করে পুলিশ, ২ বার তলবের পরেও হাজিরা দেননি বীরভূম জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি । আজ চিকিৎসকের দেওয়া বেডরেস্টের সময়সীমা শেষের পর হাজিরা অনুব্রতর । দুপুর ৩.২৫: SDPO অফিসে পৌঁছন অনুব্রত মণ্ডল



















