Suvendu Adhikari: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়ায় শুভেন্দু | ABP Ananda LIVE
ABP Ananda Live: জল ছাড়া নিয়ে সংঘাত, ডিভিসি-কে নিশানা করে ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঝাড়খণ্ড সীমানা সিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। 'অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজ্যপালকে চিঠি দেব। ঝাড়খণ্ড সীমানায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। মমতা নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন', আক্রমণ শুভেন্দুর।
আরও খবর..
সোয়া দু কোটি টাকা মুক্তিপণ দাবি। ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি, তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। কিন্তু এটাই প্রথম নয়, এর আগে ত্রিপুরার ওই ব্যবসায়ীকে ২ বার অপহরণ করেন তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। ধৃতদের জেরা করে দাবি সিআইডির। কিন্তু সেই সব ঘটনার অভিযোগ কেন দায়ের করা হয়নি পুলিশে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খোঁজ চলছে কাউন্সিলরকে টিপ দেওয়া ত্রিপুরার আর এক ব্যবসায়ীর।
ব্য়বসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর। আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়। সিআইডি সূত্রে দাবি শুধু ২০২৪ নয়, ২০২২ ও ২৩ সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৯ কোটি ২৫ লক্ষ টাকা। আর প্রতি ঘটনারই মাস্টারমাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তির বহরও বেড়েছে হু হু করে!