Suvendu Adhikari: এবার শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল সরকারপক্ষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গতকালই বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য় সাসপেন্ড করা হয়েছে। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল সরকারপক্ষ। স্বাধিকারভঙ্গের নোটিস আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার। অধ্য়ক্ষ জানিয়েছেন, এ ব্য়াপারে প্রিভিলেজ কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা!
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।


















