Kolkata News: থানার নাকের ডগায় বেআইনি নির্মাণ কেন নজরে এল না ? পুলিশ-দমকলকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু
ABP Ananda LIVE: যে হোটেলে আশ্রয় নিয়েছিলেন অতিথিরা, সেটাই হয়ে ওঠে মৃত্য়ুপুরী! জতুগৃহ! কিন্তু প্রশ্ন হল পুরসভার নাকের ডগায়, জোড়াসাঁকো থানার অদূরে এমন বেআইনি নির্মাণ... আইন ভেঙে ঘরের মধ্য়েই তৈরি করা হয়েছিল ঘর... দমকলের ছাড়পত্র রিনিউ করা হয়নি... সেসব আগে কেন কারও নজরে এল না? ১৪ জনকে যার খেসারত দিয়ে হল প্রাণ দিয়ে... শুক্রবার ঘটনাস্থলে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। পাল্টা পুলিশ-দমকলকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী।
আরও খবর...
কাশ্মীরে হামলার পর পাল্টা অ্যাকশনে ভারত। ইতিমধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভয়ে কাঁপছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কাশ্মীরে জঙ্গি হামলায় একজন নেপালি-সহ ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এদিন আসামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে, কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, ' নরেন্দ্র মোদি সরকারের নের্তৃত্বে পহেলগাঁওয়ে হামলাকারীদের বেছে বেছে জবাব দেওয়া হবে। দেশের প্রতিটি ইঞ্চি থেকে উপড়ে ফেলা হবে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পুরো বিশ্ব ভারতের পাশে আছে। কাপুরুষের মতো হামলা, কাউকে ছাড়ব না, হুঙ্কার অমিত শাহের।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন , সন্ত্রাসবাদীরা যেনও না ভেবে নেয়, তারা যুদ্ধ জিতে গিয়েছে। লড়াই এখনও শেষ হয়নি।' শাহর ভাষায়,' চুন চুনকে বদলা লেঙ্গে।' অর্থাৎ কেউ ছাড়া পাবে না, দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশের সকল অংশ থেকে এবার সন্ত্রাসবাদের শিকড় চিরকালের মতো উপড়ে ফেলা হবে বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। উল্লেখ্য, ২২ এপ্রিল হামলার পর ওই দিনই শ্রীনগরে পৌঁছেছিলেন অমিত শাহ। পরেরদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মৃতদেহের উপর ফুলের স্তবক সাজিয়ে রেখে সম্মান জানান। পাশাপাশি যেখানে হামলা চলেছিল, সেনাবাহিনীর সঙ্গে সেই জায়গা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


















