Morning Headlines: ৩ মাস আগে চোট পাওয়া পায়ে স্পেন সফরে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Mamata Banerjee: ৩ মাস আগে চোট পাওয়া পায়ে স্পেন সফরে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর। এসএসকেএমে মুখ্যমন্ত্রীর বাঁ হাটু থেকে বার করা হল জমা ফ্লুইড। দশ দিন বিশ্রামে থাকার পরামর্শ।
West Bengal BJP:। বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বের আমলে প্রাধান্য সিপিএম-কংগ্রেসের। এখন ইডি সিবিআই আছে, আগে লড়াই কঠিন ছিল। বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব রাজু বন্দ্যোপাধ্যায়।
Dilip Ghosh :রাজনৈতিক দলের পরীক্ষা হচ্ছে ভোট, সফল দিলীপ ঘোষ। দলের মধ্যে রয়েছে ক্ষোভ-বিক্ষোভ। অমিত শাহের স্বপ্ন সফল করতে একসঙ্গে কাজ করতে হবে। বিস্ফোরক রাজ্য বিজেপির সহ সভাপতি।
Dilip Ghosh : আমার সময়ে রেজাল্ট ভাল ছিল, আরও ভাল হবে। সবাইকে কাজ দেওয়া হোক। প্রতিক্রিয়া দিলীপের। মন্তব্য নারাজ সুকান্ত।
Suvendu Adhikari: কংগ্রেস-সিপিএম গ্রুপ ফোর টোয়েন্টি। পাটনা বৈঠকের পর বিশ্বাসযোগ্যতা তলানিতে। ধূপগুড়িতে ভোট কেটে তৃণমূলকে সুবিধা, আক্রমণ শুভেন্দুর। জি-২০ বৈঠক ফোর টোয়েন্টি, পাল্টা অধীর।
West Bengal BJP: ৭২ ঘণ্টার মধ্যেই প্রলয়ের ডিগবাজি। বিজেপিতে আছেন, জানালেন তমলুক বিজেপির সহ সভাপতি। আগামীতে ভালো কাজ করবে, আশ্বাস শুভেন্দুর। ভবিষ্যতে সতর্ক থাকবেন, প্রতিক্রিয়া শমীকের।
Suvendu Adhikari: ২০১৪-র পর থেকে বারবার বিদেশ সফর। বিপুল টাকা পাচার করেছেন এক জনপ্রতিনিধি। বিমান যাত্রার খতিয়ান তুলে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর। সাহস থাকলে নাম নিন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের।
Bratya Basu: বোসকে সাদা হাতি কটাক্ষ ব্রাত্যর। মুখ্যমন্ত্রীর কোনও অভিযোগ থাকলে জবাব দেব, অন্য কারও কথা গুরুত্বপূর্ণ নয়, পাল্টা জবাব রাজ্যপালের।
Dengue: দক্ষিণ দমদমে ফের ডেঙ্গির বলি। মৃত্যু ৫৪ বছরের মহিলার। রাজ্যজুড়ে ৪৪ জনের প্রাণহানি। সরকারি মতে মৃত ৩। আক্রান্তর সংখ্যা ছাড়াল ৩৮ হাজার।
Dengue: ডেঙ্গিতে কলকাতায় পরপর মৃত্যু। ৫ নভেম্বর পর্যন্ত পুরসভার ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা খোলা থাকবে আউটডোর। জারি নির্দেশিকা।
Dengue: বিজয়গড় হাসপাতালই যেন ডেঙ্গির আঁতুড়ঘর। ডাঁই করে রাখা জনস্বাস্থ্য দফতরের জলের ট্যাঙ্ক। জমে আছে বৃষ্টির জল। থিকথিক করছে মশার লার্ভা।
NRS Hospital: সাগরদত্তের পর এনআরএস। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস। টাকা নিয়ে ভর্তি করার অভিযোগে গ্রেফতার ২। এসএসকেএমেও হানা গুন্ডাদমন শাখার।
Madan Mitra: দালালরা বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না, প্রত্যেকের নেপথ্যে কোনও কেষ্ট বিষ্টু, তদন্ত হওয়া উচিত। দালালরাজ নিয়ে ফের সরব মদন মিত্র। অন্যায় করলে শাস্তি হবে, মন্তব্য চন্দ্রিমার।
Madan Mitra: অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব বাড়ে। মদন মিত্র সমস্যার কথা তুলে ধরেছেন। পুলিশকেই আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। মদনের পাশে দাঁড়িয়ে এবার সরব অর্জুন সিংহ।AS
Asian Games: এশিয়ান গেমসে তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতল ভারত। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জয় বাংলার মেহুলিদের। শ্যুটিং-রোয়িংয়ে এল রুপো-ব্রোঞ্জ। অভিনন্দন মুখ্যমন্ত্রীর।