Behala News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেহালা, ঘটনাস্থলে ফরেনসিক টীম
Behala : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেহালা। লরির ধাক্কায় মৃত্যু বড়িশা হাইস্কুলের। প্রাথমিকের পড়ুয়া সৌরনীল সরকারের।স্থানীয় সূত্রে খবর, বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় বেপোরোয়া গতিতে আসা লরিটি পড়ুয়াকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি বাবা সরোজকুমার সরকার। গ্রেফতার ঘাতক গাড়ির চালক। মৃতদেহ উদ্ধারে এলে পুলিশের । গাড়ি ও একের পর এক বাইকে অগ্নিসংযোগ উত্তেজিত জনতার। আহত জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। চিকিৎসা করাতে এলেন এসএসকেএমে। একাধিক সরকারি বাসে ব্যাপক ভাঙচুর। মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ। পরে ঘাতক লরি ও চালককে পাকড়াও করে পুলিশ। ক্ষুব্ধ অভিভাবক থেকে বাসিন্দাদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বড়িশা হাইস্কুলে। আশ্রয় নেন বিক্ষুব্ধ অভিভাবকরা। দু্র্ঘটনার পর রণক্ষেত্র ডায়মন্ড হারবার রোডে ট্রাফিক গার্ড ভাঙচুর উত্তেজিত জনতার, পুড়িয়ে দেওয়া হল সমস্ত নথি।


















