BJP Central Team: বিজেপির কেন্দ্রীয় টিমকে ঘিরে বিক্ষোভ বিজেপিরই ঘরছাড়াদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আমতলায় বিজেপির অফিস থেকে বেরিয়ে আলতাবেড়িয়া যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে বিক্ষোভ বিজেপির কেন্দ্রীয় টিমকে ঘিরে বিক্ষোভ বিজেপিরই ঘরছাড়াদের । ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া ঘরছাড়া বিজেপি কর্মীদের বিক্ষোভ । তাঁদের সঙ্গে দেখা না করে কেন্দ্রীয় টিম চলে যাচ্ছে, এই অভিযোগে বিক্ষোভ বিজেপি কর্মীদের
প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদি। আহতদের দ্রুত আরোগ্যকামনায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের অফিসারেরা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তৎপরতার সহিত উদ্ধারকার্য চলছে, জানিয়েছেন মোদি।একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগনাল মানেননি মালগাড়ির চালক। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার পর দাবি করলেন রেল বোর্ডের চেয়ারপার্সন। তদন্তের আগেই মৃত চালককে কীভাবে দায়ী করা হচ্ছে? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।