RG Kar Student Death: FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ABP Ananda Live
ABP Ananda Live: আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার থেকে শুরু করে, ময়নাতদন্ত এবং FIR দায়ের নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। 'সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়, সন্ধে সাড়ে ৬টা-সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত' 'এরপর রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল?''অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত দেরি হল কেন?' এতক্ষণ ধরে কী হচ্ছিল? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পুলিশ। রাজ্য সরকার যেভাবে এই মামলায় যা করেছে তা ৩০ বছরের কর্মজীবনে দেখিনি, মন্তব্য বিচারপতি জে বি পারদিওয়ালার। টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে জানান বিচারপতি।