Kamarhati: কামারহাটিতে সরকারি জমিতে দখলদার হঠাতে গিয়ে বাধার মুখে তৃণমূল কাউন্সিলর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কামারহাটিতে সরকারি জমিতে দখলদার হঠাতে গিয়ে বাধার মুখে তৃণমূল কাউন্সিলর। ২৪ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ায় আগরপাড়া স্টেশন রোডের দু’ধারে ঝুপড়ি ও দোকান রয়েছে। ঢাকা পড়ে গেছে পুরসভার হাই ড্রেন। আজ দখলদার উচ্ছেদ অভিযানে যান দুই পুর পারিষদ-সহ চার কাউন্সিলর। স্থানীয়দের বাধার মুখে পড়ে ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহাকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। ২৪ ঘণ্টার মধ্যে সরকারি জমি খালি করার নির্দেশ দেন । তৃণমূল কাউন্সিলর। সোমবার ফের অভিযান হবে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম।বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ। শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে।
দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।
মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। আইসিইউ-তে রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী, জানানো হয়েছে অ্যাপোলো হাসপাতাল সূত্রের তরফে। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল। ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।