Abhishek Banerjee :রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে অভিষেক, ফের কি কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল?
ABP Ananda LIVE : কখনও রাহুল গান্ধী-অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। কখনও সনিয়া গান্ধীর উপস্থিতিতে কথা হচ্ছে। আবার কখনও দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লির ৫ নম্বর সুনহেরি বাগে রাহুল গান্ধীর নতুন বাসভবনে বিরোধী দলগুলির নেতাদের বৈঠকের এইসব ছবি সামনে আসার পরই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বিধানসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে কংগ্রেস এবং তৃণমূল? তৃণমূল সূত্রের দাবি, গতকাল নৈশভোজের যে টেবিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বসেছিলেন, সেখানে আরেকটা খালি চেয়ার বসানো হয়। পরে সেই চেয়ারে এসে বসেন রাহুল গান্ধী। প্রায় ৫০ মিনিট সেখানে কথা বলতে বলতে নৈশভোজ সারেন দু'জনে। সূত্রের খবর, এরপর আলাদাভাবে কথা বলেন দুই নেতা। এখানেই শেষ নয়, তৃণমূল সূত্রে দাবি পয়লা সেপ্টেম্বর পাটনায় তাঁর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণও করেছেন রাহুল গান্ধী। অন্যদিকে, আজ রাজ্যে ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের জন্যে যদি কেউ এক পা হাঁটে, তাহলে তৃণমূলও তারজন্য এক পা হাঁটবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিল্লির এই সমীরকরণ কি পশ্চিমবঙ্গে খাটবে? অধীর চৌধুরীর বক্তব্য হচ্ছে, সংখ্যালঘু ভোটের স্বার্থে কংগ্রেসের কাছাকাছি আসতে চাইছে তৃণমূল। বিজেপি যদিও এসব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ।


















