TMC-BJP Clash : দমদমে নতুন এসি লোকাল আসার পরই উত্তেজনা, তৃণমূল-বিজেপি সমর্থদের মধ্যে ধস্তাধস্তি।
ABP Ananda Live: দমদম স্টেশনে তুমুল উত্তেজনা। দমদমে নতুন এসি লোকাল আসার পরই উত্তেজনা। সুকান্ত মজুমদারকে দেখে স্লোগান তৃণমূলের। এসি লোকালের উদ্বোধনের পরই তপ্ত পরিস্থিতি। তৃণমূল-বিজেপি স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা। তৃণমূল-বিজেপি সমর্থদের মধ্যে ধস্তাধস্তি। বিক্ষোভ দেখিয়েছে লুঠেরা সরব সুকান্ত মজুমদার। SIR-এর ভয়ে থরহরিকম্প তৃণমূলকে নিশানা সুকান্তর।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মা। পাশাপাশি নবান্ন অভিযানে আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৩ জন ভর্তি এসএসকেএমে। আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ ভর্মা। সেখানে গিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিহত চিকিৎসকের মায়ের অভিযোগের তদন্ত হবে। মেয়ের বিচার চেয়ে শনিবার পথে নেমেছিলেন অভয়ার মা। সেই নবান্ন অভিযানেই তাঁর চাঞ্চল্য়কর অভিযোগ, পুলিশ তাঁকেই মারধর করেছে। এদিন সিপি মনোজ ভর্মা বলেন, "আরজি করের নির্যাতিতার মা যে অভিযোগ করছেন... নিশ্চয়ই উনি আঘাত পেয়েছেন। এটা একেবারেই হওয়া উচিত নয়। কেন হল? কী কারণে হল? পুলিশ মেরেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখা হবে। অভিযোগ এলে নিশ্চয়ই তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও...গতকাল থেকে আমরা তদন্ত করছি।


















