TMC-BJP Clash: বিজেপি ও তৃণমূলের ছবি-যুদ্ধ, দুই দলের মুখোমুখি সংঘাতে চড়ল রাজ্য় রাজনীতির পারদ
ABP Ananda Live: এ যেন বিজেপি ও তৃণমূলের ছবি-যুদ্ধ। তা নিয়েই দুই দলের মুখোমুখি সংঘাতে চড়ল রাজ্য় রাজনীতির পারদ। মঙ্গলবার শুভেন dদু অধিকারী পঞ্চাশজনের ছবি সামনে এনে, তাদের ভাইপো গ্য়াং বলে দাবি করেছেন। বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের এই নেতারা বিভিন্ন কলেজে চাকরি পেয়েছেন। অন্য়দিকে, তৃণমূলও ছবি সামনে এনেই বিজেপিকে আক্রমণ করেছে। সোশাল মিডিয়া পোস্টে একাধিক ছবি দিয়ে ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগের অভিযোগ তুলেছে তারা।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।


















