TMC Clash: 'এলাকায় ঢুকতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে', এক কাউন্সিলরের অভিযোগ আরেক কাউন্সিলরের।Bangla News
দঃ দমদমে তৃণমূলের ২ কাউন্সিলরের মধ্যে ‘লড়াই’। দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকা দখল করে সিন্ডিকেট চালানোর অভিযোগ।‘কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ঢুকতেই দিচ্ছে না। কাজ করতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে’, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহা। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু সেনশর্মা। দমদমের এমসি গার্ডেন রোডে গণ্ডগোল, ধাক্কাধাক্কির অভিযোগ। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে অভিযোগ। স্কুলের সমস্যা নিয়ে এলাকায় গেলে হুমকি, ধাক্কাধাক্কির অভিযোগ নাগেরবাজার থানায় অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের। ‘যা বলার দলকে বলব, কোনও সাহায্য চাইলে সাহায্য করব’, জয়ন্তীর অভিযোগ খারিজ করে পাল্টা দাবি রাজু সেনশর্মার।



















