Mamata Banerjee: 'নির্বাচন আসলেই মনে পড়ে, তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে', আক্রমণ মমতার
ABP Ananda Live: ভোট যত এগিয়ে আসবে, দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। নির্বাচন আসলেই মনে পড়ে, তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। নেতাজি ইন্ডোরে তৃণমূল সভামঞ্চ থেকে আজ এভাবেই ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আদালতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিচার হয়ে গেছে। এখনও পর্যন্ত এ রাজ্য়বাসীর আস্থা আছে CBI-এর ওপরে। পাল্টা দাবি বিজেপির। যদিও CBI-এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকার প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন - কোন রহস্য়ময় কারণে নাম আছে, অথচ পদ নেই?।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।' আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের 'প্য়াক আপ' হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি 'আইপ্য়াক' ইজ ব্য়াক?
২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্য়াকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, ২০২২ থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সেবছর পুরভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়রা।



















